অমৃত লোকে বাবা - দেবী সাহা
অমৃত লোকে বাবা
অনন্তলোকে যাত্রা করেছো
সেই কবেকার কথা বাবা--
তবু তুমি আছো আমাদের হৃদস্পন্দে আর কল্পনায় ,
প্রতিমুহূর্তে থেকো নিঃশ্বাসে বিশ্বাসের ছোঁয়ায় !!
তুমিহীন অনুভব করি শূন্যতা আর কঠিন বাস্তবতা,একটু ভূল করে
যদি কখনও থমকে দাঁড়াই, ভুল শুধরাবার কেহ নেই যে আর !!
তোমার কাছে শিক্ষা পেয়েছি ন্যায়-নীতি আর বিদ্যা বুদ্ধি যত
তারি ব্যবহার দিবানিশি চলে অবিরত।
তোমার স্নেহের শাসন, আশীষ মাথায় করে পথচলি আজও!!
মিথ্যা আর অন্যায়ের সাথে আপোষ করি না কভু।
চারিদিকে শুধু তোমার স্মৃতি
আজ তুমি নেই কাছে বাবা
আর একটিবার যদি ফিরে পেতাম,
সযত্নেঃ আনন্দে মন ভরে তোমার পরশ নিতাম,
উচ্চস্বরে পরম আনন্দে ডেকে নিতাম বাবা বাবা বাবা..
ভালোলাগা টুকু রেখে দিতাম হৃদয়ের মনিকোঠায়!
আজ বুঝি তোমাকে হারিয়ে
কতটা অসহায় আমরা---
তবু কেটে যাচ্ছে অপূর্ণতা আর হাহাকার পূর্ণ আমাদের জীবন।
যদি কখনো ব্যথাতুর হৃদয় আশ্রয় খুঁজি বাবা !
তোমার প্রতি শ্রদ্ধা জানিয়ে ,তোমার চিত্রপটের সামনে দাঁড়িয়ে শক্তি খুজি আমি।
অবলীলায় চোখের সামনে দৃশ্যমান হও তুমি।
সে-কী আমার কল্পনা...?
কলমে- দেবী সাহা
০৬/ ০৯ / ২০২১ ইং
সিডনি, অস্ট্রেলিয়া