- Anti Ads Bloker -

মন্দিরে ভূমি দান করে বিরল দৃষ্টান্ত গড়ল মোঃ কামাল উদ্দিন

মন্দিরে ভূমি দান, Sanjoy Aich, সনজয় আইচ

মাঝে মাঝে বিভিন্ন নিউজ পত্রিকার দেখা যায় মসজিদের জন্য জায়গা দান করলেন একজন হিন্দু ব্যক্তি, কবরের জন্য জায়গা দান করলেন একজন হিন্দু ব্যক্তি কিন্তু মন্দিরের জন্য জায়গা দান করলেন মুসলিম ব্যক্তি এমন নিউজ সচরাচর দেখা যায় না।

আরো পড়ুন- রাখাল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার গল্প

নিজের ক্রয়কৃত ভূমি মন্দিরে জন্য দান করে বিরল দৃষ্টান্ত তৈরি করলেন রামু বাজার বহুমুখী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন।

সনজয় আইচ, Sanjoy Aich

মনে হচ্ছে মানবতার এ এক নতুন দৃষ্টান্ত। রামু ফকিরা বাজারের সর্বজনীন দুর্গা মন্দিরটি স্থাপিত হয় ১৯৬৬ সালে, ঐ সময় উক্ত মন্দিরের ভূমির মালিক ছিলেন একজন হিন্দু ব্যবসায়ী, কালের বিবর্তনে এবং ব্যবসায়িক মন্দার কারনে উক্ত ব্যবসায়ী তাঁদের ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যান।

আরো পড়ুন- বৃক্ষ জননী থিম্মাক্কার গল্প

যাওয়ার সময় তিনি মন্দিরের জায়গার বেশকিছু অংশ বিক্রি করে দেন মোঃ কামাল উদ্দিনকে পরবর্তীতে কামাল উদ্দিন যখন তার ক্রয়কৃত জায়গা দখলে যান তখন তিনি বুঝতে করেন যে তার ক্রয়কৃত জায়গার মধ্যে দূর্গা মন্দিরের স্থাপনাও রয়েছে।

আরো দেখুন- আভিরা ভিপিএন প্রো ভার্সন ডাইনলোড করুন ফ্রিতে

তিনি তখন মন্দির পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে মন্দিরের জায়গাসহ মন্দিরের স্বার্থে আরো বেশকিছু অংশ দূর্গা মন্দিরের নামে দান করে দিলেন। যা বর্তমান সময়ের জন্য বিরল দৃষ্টান্ত। 

এই উদার হৃদয়ের মানুষ আছে বলে পৃথিবী ঠিকে আছে। সুখে থাকুক কামাল ভাই। অশেষ ধন্যবাদ, কামাল ভাই!