জগৎ মাতার আগমনে - উদয় কুমার উৎস
জগৎ মাতার আগমনে
উদয় কুমার উৎস
শরতের শুভ্র আকাশে ওই মেঘের আসা-যাওয়া,
পথে-প্রান্তরে লেগেছে আজ শারদীয়ার হাওয়া।
দোলে কাশফুল সমীরণের মাতন দোলা লেগে,
সবার মনে দুর্গাপূজার আমেজ ওঠে জেগে।
জগৎ মাতার আগমনে পবিত্র হবে ধরণীতল,
মণ্ডপ মাঝে যাবে দেখা কত শত ভক্তের ঢল।
মহালয়ার মহালগ্ন থেকে শুরু হবে পূজা,
কৈলাশ থেকে মর্তে আসবেন মাতা দশভুজা।
পূজারম্ভে হবে দেবী মায়ের অকাল বোধন,
শুভশক্তির প্রভাবে হবে অশুভ পরিশোধন।
পূজালগ্নে করবো সবাই দান মহাযজ্ঞ,
তবেই পূজা হবে স্বার্থক এবং উপভোগ্য।
এখন আমি বলে দিতে চাই কিছু কথা খসড়া,
মন্ডপের সামনে বসে না যেন অশ্লীলতার পসরা।
উদয়ের আকুল আবেদন শোনো হে আর্য,
পূজায় যেন বজায় থাকে ভাবগাম্ভীর্য।
পূজা যেন পালিত হয় মেনে সাত্ত্বিক রীতি,
আর্যে-আর্যে হোক মহামিলন বাড়ুক সম্প্রীতি।