সংশয় - উদয় কুমার উৎস
সংশয়
উদয় কুমার উৎস
তিক্ততায় ভরা অভিজ্ঞতা
রিক্ততায় ভরা মন,
কি যে অজানা বিষাদ-ব্যথা
ছেয়ে থাকে সর্বক্ষণ।
তারই মাঝে প্রশান্তির প্রদীপ
নিভু নিভু জ্বলে,
তীব্র যন্ত্রণায় মনে হয় আমি
পরলোক পরাই গলে।
কখনো কখনো দমকা হাওয়া
বলে যায় কানে কিছু,
সম্মুখপানে ধাইতে থাকো
ফিরে দেখোনা পিছু।
তবুও তাড়া করে বেড়ায়
হতাশা নামক বৈরী,
শুধু ভাবি তাই কিভাবে করি
শক্ত হৃদয়দেয়াল তৈরী!