- Anti Ads Bloker -

নকলপ্রিয় হিন্দু আমি - আচার্য জ্ঞানানন্দ

Krishna, hindu


নকলপ্রিয় হিন্দু আমি

==============

নকলপ্রিয় হিন্দু আমি

নকল করেই চলি।

জন্মাষ্টমী মানি নাকো 

মেরী ক্রিসমাস বলি।।


ঈদের দিনে ঈদ মুবারক 

রোজার দিনে রোজা।

আমার মত উদারচেতা

হওয়া নয়কো সোজা।।


কি ভেবেছ কম কি আমি

তোমার চেয়ে বুঝি?

দুর্গা কৃষ্ণ শিব ছেড়ে তাই 

যীশুখ্রীষ্টে পুজি।।


ঠাকুর ভোগের ফল প্রসাদ আর

লাগে নাকো ফাইন।

তাইতো আমি খুঁজি রে ভাই

বড়দিনের ওয়াইন।।


সান্টা ক্রুজের বেশে কত 

লাগে আমায় নাইস।

শিব কৃষ্ণ আর কালীর রুপটা 

লাগে না আর চয়েস।।


সমন্বয়ের বুলি গো ভাই

কতই মধুর লাগে।

মন্দিরমুর্তি ভাঙলেও তাই

খারাপ নাহি লাগে।।


আমার মাকে দিক না গালী

কি হয়েছে তাতে।

কানা বোবা সেজে আজি

উঠব আমি জাতে।


মন্দির মুর্তি ভাঙুক তবু

রইব মুদে আঁখি।

নকলপ্রিয় হিন্দু যে তাই

নকল নিয়েই থাকি।।

আচার্য জ্ঞানানন্দ